এক।
অনুরাগে উর্ধ্বগতি এবং বিরাগে মন্দা
দুটোই একত্রে প্রেমস্ফীতি'র কারণ।

দুই।
হৃদয়ের ঋণ কি শোধ করা যায় ?
বলো দেখি-
শর্তহীন ভালবাসায়
ঋণের সুদাসল লিখবে কোন খাতায়?