আর যদি ফেরা নাই বা হয় আমার
পল্লবিত নিকষ কোনো রাতে, তোমার
অরুদ্ধ ভালবাসার মুক্ত অলিন্দে;
দুঃখ নিওনা তাতে।
স্বস্থির নিঃশ্বাস ফেলে-
বলে দিও, 'বাঁচা গেল, হারাধন মিশে গেছে'
নীল আকাশের ওই নক্ষত্রের সাথে-
নয়তো,দূর চাঁদ হয়ে একাকী রাতে।
দিব্যি বলছি-
আমিই খুঁজে নিবো আবার
আমার এতটুকু দুঃখ নেই,কষ্টও নেই তাতে;
যা আছে মনে- তা না হয় অধরাই রয়ে গেল
রাত জাগা কষ্টগুলোর সাথে।
সাধ্য কি আছে বুঝে ফেলি আমি?
দুর্বোধ্য ব্যাকরণে ঠাঁসা তোমার দিনলিপি !
এটা আমারই অক্ষমতা আমি বলে দিতে পারি।