কবে বুকে জড়াবে আমায়
এখনও করি
আকুলি-বাকুলি
নাহি পাই ত্রাণ;
দাও যদি বিলিয়ে অধরামৃত
জড়িয়ে বাহুডোর
ভরে যাবে প্রাণ।
অধরা অধর শরমে কাঁপে  
কাঁপে থরথরে অন্ধ গুহা-
জরায়ু গ্রীবা ;
বিকশিত স্তন করবে খেলা
অতিশয় সযতন
নাহি পাবে নিস্তার অধরোষ্ঠ
চেঁপে ধরে করবো যখন
আলিঙ্গন ।