জল তরঙ্গ  
সে তো সাগর কিংবা
নদীতে মানায় ।
তোমার চোখের জল
আর লুকিয়ে রাখা
হৃদ-তরঙ্গ,
ছড়িয়ে দাও উতল সাগরের
পুষ্পিত ডানায়।
এ জল তরঙ্গ তোমার নয়।
কারণ
তুমি সাগরের মত বিশাল
এবং গভীর নও।