একদা তুই ছিলি আমার আমিও ছিলাম তোর
মায়ার বাঁধন ছিন্ন করে পর হইলি তুই মোর।
নিশি এখন কাটে আমার নীরব নীড়ের ছায়ায়
আঁধার এসে জাপটে ধরে জীবনহীনা কায়ায়।
জীবন নামের যন্ত্রনাতে আঁধার-আলোর ছায়া
জনম দুঃখী হলেও জানিস তুই যে আমার কায়া ।
পর জনমে থাকবি যে তুই এই আমারই পাশে
দুঃখ সকল ভাগ করে যে রইব একই আশে।