তোমার শরীর কখনো হবেনা জানি আমার
এও জানি আমি, তুমি
কখনোই আমার ছিলেনা একার। তবু
বহু ক্রোশ পথ হেঁটে দিগন্তের অস্তাচলে
তোমাকে খুঁজে নিয়েছি বারবার।
তোমার এলোচুলের খোঁপায়
কাঁশফুল রেখে বেঁধেছি স্বপ্নিল বাসর
সোনালি সূর্যের রোদেলা আলোয়
হাতে হাত রেখে বসিয়েছি কত রঙিন আসর !
তোমার শরীর জুড়ে আমার সীমাহীন আসক্তি
তোমার শরীর ঘিরে আমার যতসব ভালোলাগা
তোমার ঠোঁট, গ্রীবা, চিবুকের তিল
সব কিছুতেই যেন কত গভীর ভালোবাসা।
তবু কেন বারবার ফিরিয়ে দাও
নচেৎ চমকে উঠো; 'এ আবার কেমন আবদার ?
অন্যের শরীর নিজের হয় কী করে আবার' !
আমিও প্রতিশোধ নিতে জানি, জেনে নিও
তোমার শরীর শুধুই আমার ।