মিঠেখালি'র এক বাউণ্ডুলে  ছেলে
কেটেছে শৈশব তাঁর
নিদারুণ হেঁসে খেলে ।
ছিল যৌবনে-
তারুণ্যের দীপ্ত প্রতীক
আরো ছিল-
প্রেম আর দ্রোহ;
তুমি আর কেউ নও
আমাদেরই রুদ্র ।
তুমি কহেছিলে-
"আমি কবি নই-শব্দশ্রমিক"
শব্দ নিয়ে তুমি-
করেছিলে খেলা
ধরেছিলে গান
বলেছিলে কথা-গণ মানুষের হয়ে।
ছিলে তুমি চূড়ান্ত বাউণ্ডুলে
তাইতো বলেছিলে-
"দিও তোমার মালাখানি,
বাউলের এই মনটা রে”।
খুঁজেছিলে ঠিকানা তোমার
ঊর্ধ্ব আকাশে
কহেছিলে-
"ভালো আছি, ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো"
নিশ্চিত পেয়েছো
নিজের ঠিকানা খুঁজে
ওই উজ্জ্বল নক্ষত্রেরই মাঝে !
সত্য প্রকাশে ছিলে তুমি
এক সাহসী অধিপতি;
হওনি নতজানু কারো পদতলে
লক্ষ কিংবা কোটিপতি ।
তোমারই শ্রেষ্ঠ উচ্চারণ
'ভুল মানুষের কাছে
নতজানু নই’ আমি ।
দেখে যাও রুদ্র-
আমরা কেমন করে নতজানু আজ
ভুল সমাজের কাছে ।

শুভ জন্মদিন প্রিয় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, তোমাকে বিনম্র সালাম ।