স্বপ্নগুলো এখন ভেঙ্গে চুরমার
তবু স্বপ্ন দেখে যাই
দিনেরাতে-
পরিশ্রান্ত দুপুরে ।

জানালার ফাঁক দিয়ে
উঁচু আকাশের দিকে নির্বাক তাঁকিয়ে দেখি
স্বপ্নগুলো হেঁটে বেড়ায়-
মেঘলা আকাশের ফাঁকে,
আকাশে ফুটে থাকা  
অগুনিত
তারার সাথে।
আবার নিমিষেই মিশে যায়
এলোমেলো বাতাসের ঢেউয়ে।
এরা উঁকি মারে-
অচেনা বাতাসের সুরে
দ্রোহী কবিতার ভাঁজে।

এখনও স্বপ্ন দেখি
মাতৃভূমির নির্ভেজাল ইতিহাস।
স্বপ্নগুলো খুঁজতে গিয়ে
বাতাসের ডগায় খুঁজে পাই
ইতিহাস বিকৃতির বেলাজ যৌনাচার।

দুঃস্বপ্নের আঙ্গিনায়
খুঁজে পাবো কি
প্রিয়তমার আদর
আর
মাতৃভূমির নির্ভেজাল ইতিহাস ?