আম জাম লিচু কলা
মিলছে সব টাটকা
বাজারে আরো আছে
ইলিশের জাটকা !
টাটকা-জাটকা এই নিয়ে
কেন এতো খটকা ?
ভেজাল যদি রুখতে চাস
এক্ষুনি সব আটকা ।
এই কাজটি করছে যারা
ওরা সবাই ফটকা
আইনের চোখে সবাই সমান
এদেরকে ধরে লটকা ।
(বিঃ দ্রঃ - আলোচনায় সভায় প্রকাশিত)