আমার কষ্টে তুমি যদি
কষ্ট পাও ভবে
কষ্টটাকে রেখে দিও
ঠোঁটের চুড়ায়
তবে।

হৃদ-ফ্রেমে রেখো বেঁধে
কষ্টভেজা রাত
কষ্ট বিলাস দেবে তোমায়
ওষ্ঠ ভেজা স্বাদ।

দেখবে সেদিন কষ্টগুলো
সাজবে রঙিন সাজ
ঠোঁটের চুমু
শরীর বেয়ে
ভাঙ্গবে তোমার লাজ ।