একটি নীলাভ আলোর মতই
অদৃশ্য আবেগে
ধেয়ে যায় একটি চলন্ত ট্রেন
শহরের ভিতর দিয়ে
নিঝুম রাতে।
নেশাযুক্ত বিষবাষ্প ঢেলে
রক্ত বন্যায় ভাসিয়ে দিয়ে যায়
তিলোত্তমা শহর ।
হামাগুড়ি দিয়ে জীবন বাঁচাতে এসে
আয়েশি সময় কাটিয়ে দেয়
দুরন্ত শকুনের দল।
আমরা এভাবেই বেঁচে আছি
চলন্ত ট্রেনের নিচে
হামান-দিস্তে'র যাঁতাকলে
এখন আর কারো চোখেই পড়েনা
এই অশুভ গর্জন !