তোমার আলতো স্পর্শে এখন আর
কোনো শিহরণ নেই
হৃদয়ের খেয়ালী তানপুরায় ক্ষণে ক্ষণে
শুধু বিস্ফোরিত হই ।
হঠাৎ বিস্ফোরণ যদি হয়ে ওঠে একটি কবিতা
তুমি কি দিবে আমায় ছুঁয়ে ?
অজানা দিগন্তে বিষন্নরাত গুমরে কাঁদে
আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে
বীভৎস খোয়াব দেখে আঁতকে উঠি ।
রাত্রির নিস্তব্ধ মায়ায়
তেতাল্লিশ বছর জেগে আমি
শুধুই স্বপ্ন দেখেছি
আমার শ্রান্ত আঁখি দুটো এবার
বিজনে ঘুমুতে চায়।
তোমার আহ্লাদী স্পর্শে
আবারও বিস্ফোরিত হয়ে
আর একটি কবিতা লিখতে চাই-
যে কবিতার ঝংকারে
নৈঃশব্দের কোলাহল থেকে
নিঃসীম কুয়াশা ছেদ করে
জন্মনিবে দুর্দান্ত আলোর মিছিল
তুমি কি দিবে আমায় ছুঁয়ে ?