কষ্ট পেলেও আজ চোখে জল নেই
বেদনা ভুলতে গিয়ে
যাতনা পেয়েছি বারবার ।
তীব্র কষ্টগুলো যন্ত্রণা বাড়িয়ে দিলে
চোখের নোনা জল শুকিয়ে যায় ।
পোড়া ক্ষত থেকে
দস্তুরমত বেরিয়ে আসে
জীবন্ত কিংবদন্তী ফাঁসির আসামী ।
গ্রিজ মাখানো ম্যানিলা রশি এখন
বড় বেশি পিচ্ছিল
অতিশয় দর কষাকষির
নিলাজ তৈল মর্দনে।
কাঠগড়ায় ঝুলন্ত আসামীর
দাম্ভিক চিৎকারে
আমার নীল কষ্টগুলো
আবারও জমাট বেধে
পাথর হয়ে চাপা পড়ে
একাত্তরের বধ্য জলাশয়ে।
আচমকা ভচকে উঠি-
ক্ষমতার কুদরতি পালাবদলে
ঝুলন্ত লাশ হবে
ইতিহাসের শ্রেষ্ঠ নায়ক !
পতিত ধর্ষক হবে
লাল-সবুজের বিদ্রোহী কাণ্ডারি !
এখন বড্ড নিঃসঙ্গ
প্রয়োজন একটি নিরাপদ সুড়ঙ্গপথ
নয়তো স্বস্তির আত্মাহুতি
আমার ফাঁসি চাই, আমাকে ফাঁসি দাও।