'সকলেই কবি নয়। কেউ কেউ কবি'
কহিয়াছেন তাহা
বঙ্গের শুদ্ধতম কবি।
কাব্যে পঞ্চাঞ্জলি !
রচিয়াছেন অনিমেষ
উদাসী কবি
অর্ঘ্য লও চরণে
পুষ্পিত পুষ্পাঞ্জলি।
কাব্য কুসুম-কাননে
ধন্যি তোমার বহ্নিশিখা
দিওনা জলাঞ্জলি ।
হে উদাস কবি
স্মরিয় মোর অঞ্জলি ।