নিরাশ করতে চাওনি কখনো-
তবু,হতাশায় হাতের মুঠোয় শরাবের পাত্র নিয়ে
এক গুচ্ছ লাল গোলাপের স্নিগ্ধ স্পর্শ
তুমি বার বার ঠেলে দিলে।
কাকের বাসায় কোকিল ছানার অযত্ন হবে
এই ভেবে একবারও পিছু ফিরে তাকালে না !
কতবারই না ভাবলে-ওই গলিপথের আশপাশ দিয়ে
আর কখনো আসাযাওয়া করবেনা
কই, পারলে কি?
ছোটো'র ইস্কুলে যাওয়া- নিত্য দিনের বাজারসদাই-
আসলে একটাই গলিপথ।
যে পথে তোমার আমার মিলন
অভিন্ন এক কাঁচের দেয়ালে আটকে আছে
স্বচ্ছ রঙহীন জলের মতো ।
জানতো, ওই একটাই গলিপথ
হালদার বাড়ির সেন্ট্রাল স্ট্রিট ।