বিষাদ হৃদের ইচ্ছেগুলো
সুখের খাঁচায় ভরি
হৃদ পাগলা মনটারে
কেমনে রাখি ধরি !
পরাণ ভরে ভালবাসি
দেয়না তবু ধরা
প্রেমানলে জ্বলে পুড়ে
মনটা ভীষণ খরা ।
প্রেমাঞ্জলি দিয়ে তারে
শুধাই মনের ব্যথা
হৃদগগনে রবির আলো
উঠবে কী হেথা ?
অঞ্জলি তুমি লহ মোর
দিওনা অবহেলা
প্রেম-প্রীতির দুষ্টু নেশায়
যতই কর খেলা ।