ওদের ভিতর একটি স্পষ্ট মিল অনুভব করি
বন্ধুত্ব, নাকি জেগে উঠা দানবতা?
ওরা একই মৃত্তিকায় শস্য ফলায়
একই পথিকের সৃষ্ট স্বপ্নকাননে
ওদের পথ চলে।
নদীর একুল ওকুল দুকুল ভরিয়া
ওরা মিঠা জলে অবগাহন করে
গভীর,গহীন অরণ্যে
ওরা লুকুচুরি খেলে
শিশির ভেজা ঘাসের ডগায়
ওরা নিত্য প্রেমের ছবি আঁকে।
একই উল্লাসে প্রজন্ম চত্বরে
দিন বদলের ডাকে নির্ঘুম রজনী কাটে।
একই পতাকায় দেয় বিনম্র স্যালুট
ওরা সভ্য মানবতার অগ্রদূত ।
তবু কেন হারিয়ে ফেলে মানবতা ?
নির্মোহ বন্ধুত্বের আড়ালে জেগে উঠে
নেতৃত্ব লোভের সহিংস দানবতা ।