গুম-খুন চলছে দেশে
নাহি কারো নিস্তার
দ্বিপাক্ষিক দোলাচালে
জল আসেনা তিস্তার।
স্বপ্ন দোষে ভঙ্গ হলো
প্রজন্মের ঠিকানা
দ্বিখণ্ডিত শাহবাগে
কে গড়বে গো আস্তানা?
হেফাজতের কন্ঠে শুনি
আওয়ামী মৈত্রীর আহবান!
নেতা তুমি কান দিওনা
মাইনক্যা প্যাঁচে সাবধান।
তেঁতুল তত্ত্বের রসিক বুড়ো
বন্ধু তত্ত্বে মহীয়ান
হাতের নাগাল পেলে একবার
দিব্যি করবে অপমান।
রচনা কাল : ১৭ এপ্রিল ২০১৪