সাদা মনের সাদা মানুষ
সবাই ভালোবাসে
তবু কেন সাদা আতঙ্কে
দেশের মানুষ ফাঁসে ?
সাদাছড়ি আলো ছড়ায়
অন্ধ পথিকজনে
সাদা মাইক্রোর ভেঁপুর শব্দে
সুজন পালায় বনে !
সাদা হলো শান্তির প্রতীক
সর্বলোকে কয়
সাদা পোশাক দেখলে কেন
আমজনতার ভয় ?
সাদা মাইক্রো সাদা পোশাক
কিবা পরিচয়
কেউ জানবে না গোপন রহস্য
এই কী করে হয় ?
সাদা পোশাক সাদা মাইক্রোর
ভীতি কাটবে কবে
গুম রহস্যের কুলকিনারা
আদৌ কী শেষ হবে ?