একটি মৃত্যুর ভেতর দিয়ে জেগে উঠেছি
যেমন করে তমস্বিনী স্বপ্ন দেখে
শেষ প্রহরে নতুন আলোর ।
ওদের ক্ষমা নেই,ওদের ক্ষমা করিনি
পঁচাত্তরে চেয়েছিল যারা নতুন বাসর।
তোমার মহৎ ক্ষমাদৃষ্টি
তোমার বোনা আদি কৃষ্টি
বিনাশী ঘাসের ডগার মতই ওরা
খামচে ধরেছিল বারবার।
ওরা ফের উঁকি মারে
ওদের ক্রোধ-ঈর্ষা এখনো
রুষ্ট চিত্তে খেলা করে
কখনো আলো-আঁধারে
কখনো ধূসর জলে।
তোমার প্রজ্ঞা আর বিবেক
ওদের ঈর্ষার আগুনে এখন
জ্বলন্ত চূলোয়।
জেনে নিও, ভয় নেই পিতা
ওদের আকাশছোঁয়া অভিলাষ
আমরা করছি সমূলে বিনাশ ।
আমার পৌরুষ পিতা
তুমি আছো,থাকবে ওই নক্ষত্রের মাঝে।