নগ্ন মানেই অশ্লীল হয় কি?
যখন তুমি ভালবাসা দাও উদোম করে
নিরাবরণ দেহের শৈল্পিকতায়
তোমার দেহ-প্রতিমার প্রতিটি ভাঁজে
রাত্রির গভীর নিস্তব্দতায়
যে যার মতো করে ছবি আঁকে।
তোমার কামাগ্নির কাছে পরাভূত
পরাক্রমশালী মহাবীর।
নারী তুমি নগ্ন-কৃষ্ণ, তাতে কি?
তোমার আদিম শৈল্পিক নগ্নতায়
প্রতিটি পুরুষ প্রেমিক খুঁজে পায়
প্রেক্সিটেলাসের আফ্রোদিতি
উল্লোসিত রতিকর্মের কাব্য-কলায়।
নারী, তোমার উদোম রমণেচ্ছায়
বিশুদ্ব ভালবাসার প্রখরতা বাড়ায়।
তোমার নগ্নতার অপাপ শিল্পে
তুমি ভালবাসা দাও উদোম করে
দৈহিক ক্যানভাসের নিঁখুত পরতে।
তবু প্রশ্ন জাগে, নারী তুমি নগ্ন কেন?
তবু কেন প্রশ্ন জাগে,
নগ্ন মানেই অশ্লীল কেন?
তবু কেন পিপাসু পথিক তাঁকিয়ে থাকে
যুবতীর শৈল্পিক অনাবৃত বক্ষদেশে?
নারী,তুমি ভালবাসা উদোম করে দাও
প্রগাঢ় নগ্নতায়, তোমার বিমুগ্ধ শিল্পতায়।