দৃষ্টির সীমানায় দাঁড়িয়ে
পোড়া বৃক্ষ
রাতের মাতাল অন্ধকারে
প্রেমিকার বাসর
বিব্রত রাতের নির্ঘুম চোখে
অসীম যন্ত্রণা
আকাশ জুড়ে বিদ্যুতের ঝলকানি
বিপন্ন প্রকৃতি
এভাবেই জাপটে ধরে
বৈরী সময় ।
কার্বনের আধিক্যে পোড়া বৃক্ষ
বিশ্বাস ভঙ্গে বিবর্ণ রাত
সবই বোধের অবক্ষয়।
তবু বেঁচে থাকার ইচ্ছে হয়
জ্যোৎস্নার মায়াবী আলোয়।