প্রেমের নির্মোহ সংজ্ঞায়
তুমি কী খুঁজে পেলে ?
ঈশ্বরের তুষ্টিতে পশু বলি দিলে
খাঁটি ঈশ্বর প্রেমিক হওয়া যায় ।
খাঁটি ঈশ্বর প্রেমে থাকে
সীমাহীন ভীরুতা
জীবন বিসর্জন ।
সমুদয় জীবের প্রাণদাতা ঈশ্বর।
সমুদয় জীবের প্রেমদাতা ঈশ্বর।
তবু কেন ঈশ্বরের পুজোতে
বলি দেয়া জীবন
প্রেমহীন পাশবিকতা নয়?
অন্ধ ও বধির প্রেমে থাকে
গভীর বিশ্বাস।