দুষ্টু মেয়ের মিষ্টি হাঁসি
নিকষ কালো দেহ
মনকুঞ্জে বসত গড়তে
ভিড়ল নাকো কেহ।
নিকষ কালো দেহের তরে
প্রদীপ নাহি জ্বলে
হৃদ-প্রদীপ নিভে গেল
ভালবাসার ছলে।
ঝুঁটি বাঁধা চুলগুলো সব
আকাশমুখী করে
কাঁচা ধানের শীষের মতো
রাখতে মাথা ভরে ।
হৃদ-কঠোরে হঠাৎ তুমি
একী অসুখ দিলে !
চোখের নেশা লেপে দিয়ে
হৃদয় কেঁড়ে নিলে ।
দুষ্টু চোখের তীক্ষ্ণ দৃষ্টি
এক নিমেষ ফেলে
উড়াল দিয়ে পালিয়ে গেলে
ডানা দুটো মেলে ।
প্রেমের তরে বৃথা যুক্তি
হৃদয় পাগলপারা
নিকষ কালো দেহের লাগি
প্রেমে আত্নহারা ।