বল দেখি কেমন করে ভুলে থাকি
তোমার দেখা স্বপ্নগুলো !
খাঁচায় বন্ধী পাখিটা অবমুক্ত করে
অভিমানী কণ্ঠে সেদিন
স্পষ্ট করে জানিয়েছিলে-
চড়ুই পাখির আত্ম-বিলাসিতার চেয়ে
বাবুই পাখিদের সিদ্ধহস্তে বুনো
ঘর-সংসার তোমার ঢের প্রিয় ।
এবং
সভ্যতা বিকাশে
আঁশটে ঘ্রাণ গায়ে মাখা
কৃষক পিতামহের দুরন্ত ছুটাছুটি-
এও ছিল তোমার কাছে
ঢের ঢের প্রিয় ।
শেকড় খুঁজতে গিয়ে
আমিও খুঁজে পাই-
আষাঢ়ে ঢলের তোড়ে ভেসে আসা
টেংরা-পুঁটির লম্ফে-ঝম্ফে
দারুণ লুকোচুরি খেলা !
নিরেট অস্তিত্বের সন্ধানে
আমি এখনো খুঁজে নেই-
শুভ্র কাশফুল
বৃষ্টি ভেজা মাটির সোঁদা গন্ধে-
ধইঞ্চার বাঁকল ।
শেকড় সন্ধানে আমার-তোমার
একই স্বপ্ন ।