ঘুমপাড়ানি মাসি পিসি
আর এসো না কাছে
তোমার জালে আটকা পড়ে
সিট গেল মোর পাছে !
ফার্স্ট বেঞ্চের নেতা আমি
এখন কী যে করি
সেকেন্ড বেঞ্চে বসতে গিয়ে
লজ্বায় ভীষণ মরি ।
কাড়ি কাড়ি উপড়ি দিব
যদি না এসো কাছে
থার্ড বেঞ্চে যেতে চাইনা
মান সন্মান তো আছে !
মাসি পিসি লক্ষ্মী আমার
একটু ভেবে দেখো
টাকশালটি লিখে দিব
যদি দুরে থাকো ।
(বি: দ্র :সংসদে ঘুমের খেসারত - সামনের আসন হারালেন সাহারা !)