ধুমধাম উত্পাত
নারায়ানগঞ্জ কুপোকাত
এক ঢিলে খুন সাত
শীতলক্ষ্যা রক্তস্নাত।
গুম খুনে বেসামাল
কে দিবেগো নিত্য সামাল ?
সাত মার্ডারে হৈ চৈ
খুনিরা সব গেল কৈ ?
সেইফ সাইডে খুনির দল
বাতাসে নড়ছে ধর্মের কল
ক্ষ্যাপা কুত্তার পাগলামি
খুনের নেশায় ওসমানী।
কেঁচো খুঁজতে সাপের ফনা
গডফাদার যে ধরতে মানা !
যেই লাউ সেই কদু
খুনি কী ধরা পড়বে কভু ?
রচনা কাল: ৬ মে ২০১৪