নিঃসীম আকাশ জুড়ে
শকুনি দৃষ্টি
ক্ষণেক্ষণে জ্বলে উঠা
শাণিত মেঘের
রক্তবৃষ্টি
উপত্যকায় এখনো
রক্তক্ষরণ
ধ্বংসস্তূপে বিধাতার
হেয়ালি সৃষ্টি
অভিশপ্ত হাওয়ায়
মানবতা অবরুদ্ধ
মানব ধ্বংসস্তূপে
রক্তবন্যার জলোচ্ছাস ।
এই সবই শয়তানি
মার্কিন মোড়লিপনা
আর
বেলাজ ইহুদিবাদের
দুষ্টু কারসাজি ।