জেনে নিও বিশাল অন্তরীক্ষে আর
নিঃসীম শূন্যতায়-
তোমার পাশে কেউ নেই ।
তুমি নিসর্গের কবি হলেও
রাত্রিজুড়ে জেগে থাকা
চাঁদের আলো নেই
দূরের কালো মেঘ নেই
পল্লবিত ছায়ার হিমেল হাওয়া নেই
পাখি ডাকা ভোর নেই ।
তুমি প্রেমিক হলেও
ঠিক জেনে নিও
ভালবাসার মানুষ নেই
কামার্ত মায়ায়
অনুরাগের ছোঁয়া নেই ।
রাগ নেই
দুঃখ নেই
সন্তানের ভালবাসাও নেই ।
তুমি স্পষ্টতই জেনে নিও
জন্মান্তরে
আমিও নেই।
গন্তব্যের শেষ ঠিকানায়
তুমি শুধুই একা।