পল্টি বাবার বাবা তত্ত্বে
দেশজোড়া তাঁর নাম
জনক তিনি না হলেও
পাচ্ছে বাবার দাম ।
থুতু তত্ত্ব দিয়ে বাবা
নির্বাচনে যায়
নির্বাচনের আগে পরে
ডিগবাজিও খায় ।
এই না হলে নাম কেন তাঁর
পল্টি বাবা হলো ?
আমজনতার দৃষ্টি শুধু
বাবার দিকেই গেল ?
আত্নহত্যার দিয়ে হুমকি
মাল্টি চমক মারে
টাল্টি-বাল্টি করে বাবা
বিশ্বের নজর কাঁড়ে !
ডিগবাজিতে ওস্তাদ বাবা
কখন কারে ধরে
বিশ্বে এমন জ্যোতিষী আছে কি ?
বাবাকে ঠাওর করে !