দূর দিগন্তে সূর্য ডুবছে
নিঝুম সাঁঝের মায়া
শুভ্র মেঘের নীলাকাশে
শারদ রাতের ছায়া ।
নিশি রাতের ঘন্টা বেজে
এলো শারদ প্রাত
বিরহ যন্ত্রনায় নাইওরী কন্যার
কাটে সারা রাত ।
শিউলি ফুলের স্নিগ্ধ মায়ায়
ভোরের আলো কাটে
রাত পোহালে উষালগ্নে
ভিড়লো ডিঙ্গি ঘাটে ।
সাতদিন পর ডিঙ্গির নাইয়ার
ভাঙ্গলো স্বপ্ন সুখ
এক খ্যাপে তাঁর ফিরল কপাল
গুচলো মনের দুখ ।