বলত দেখি নেতা আমার
কেমন হওয়া চাই
ফুলের মত পবিত্র
নেতা কোথায় পাই ?
নেতা আমার কেষ্ট ঠাকুর
দেশের সেবা করে
ফাটা কেষ্ট'র ভং ধরে
নিজের পেট ভরে ।
পাছায় লাত্থি পোঁদে বাঁশ
দুষ্টু কর্মে পাঁকা
কাইড়া নেয় মুখের গ্রাস
ঘুরায় ভাগ্যের চাকা ।
কাজের চেয়ে কথা বেশি
ধন্যি নেতার ধর্ম
লেজ নাড়ায় কুকুরকে
ফকা নেতার কর্ম ।
গোমর ফাঁক করে নেতার
দে না মুখোশ খুলে
নিমিষেই দেখবি তুই
গুম হয়েছিস সমূলে ।