এলিট ফোর্সের ভ্যালিড আইনে
জন্ম নিল র্যাব
জঙ্গি দমন করতে গিয়ে
পাইলো বিশাল খ্যাপ ।
এক খ্যাপেতে করলো গুম
আদম সাতখানা
ঠান্ডা মাথায় করে খুন
ঢুকছে জেলখানা ।
দিনদুপুরে গুম করে
খুন করলো শেষে
দুইদিন পর শীতলক্ষ্যায়
লাশ উঠলো ভেসে ।
চোরের মার বড় গলার
একী হলো দশা
টালবাহানা করতে গিয়ে
খাইল ধরা খাসা ।