সাতদিন পর আইছে নিতে
দেবর-ননদ মিলা
সাথে আনছে নাড়ু মোয়া
কদমা আর তিলা ।
নাইওর শেষে নকশা এঁকে
সাজায় শখের হাঁড়ি
ধুমচিত্তে সুর তরঙ্গে
নাচছে সারা বাড়ি ।
কলসি কাঁখে ঘোমটা দিয়ে
সব সখীরা নাচে
কেউ জানে কী নাইওরী কন্যার
মনটা কেমন আছে ?
স্বামীর মঙ্গল নিশ্চিত করতে
আইসা বাপের বাড়ি
পরকীয়ার মাতাল স্পর্শে
একী আহাজারি !
পাথরচাপা গুমোট কান্নায়
ছাড়ে বাপের বাড়ি
মিষ্টি-মন্ডা ভৈরা নেয়
শিকায় শখের হাঁড়ি।