গেল বছর তুফান আইয়্যা
সব কাইড়া নিল-
হাতাইয়া নিল তোমার পোলাডা'রে ।
মাঝি কও, তুমি আর ক'দ্দিন
উজান ভাঁটির জল-সংসারে
ভরা যৈবন বিনাশ করবা ?
আমার জীবন-নদীতে
ডিঙ্গির বৈঠা ধরবা না তুমি !
কাঞ্চা বাঁশের লাহান লেকলেকা শরীরে এখন
ঘুন পোকার বাসা।
হর হামেশা রসের বাইদানি'র লগে রাইত কাটাও !
আমি আর ক'দ্দিন এই পুড়া সংসার দ্যাখবো ?
আমার জীবন-নাও তুমি আর বাইবা না মাঝি ?
যৈবনে একখান ডুব না দিয়া গেলি
তোমার পাপ অইবো যে !
বেলাজ গতর এখন খিদায় কাতরায়
কোনো খোরাকি নেই
পেটের খিদা সয় গো মাঝি
শরীরের খিদা যে সয়না !
মাঝি তোমার হুশ নেই ক্যান !