ধূর্ত শৃগাল বিনাশী নেশায় মত্ত
লাশকাটা ঘরে
খুঁজে বেড়ায় বেওয়ারিশ লাশ ।
গগন জুড়ে উড়ন্ত রুক্ষ শকুন
চক্কর দিয়ে খুঁজে নেয়
লাশের সর্বশেষ কঙ্কাল ।
এক ঝাঁক বুভুক্ষ নেড়ি কুত্তা
দিগন্ত জোড়া মাঠ জুড়ে
নিরন্তর ছুটে চলে
শবভুক শকুনের পিছু পিছু
যদি কিছু মিলে যায়
এই আশায় !
বেঁচে থাকার তীব্র আয়োজনে
রক্তে গড়া প্রিয় ভূখণ্ডে
এরা নিশ্চিত খুঁজে পায়
জীবনের স্বাদ, সঠিক ঠিকানা ।
তারপর?
পসরা সাজিয়ে
তীক্ষ্ণ ঠোঁট দিয়ে ছিন্নভিন্ন করে দেয়  
শৃঙ্খলিত মানবতা
শিকারি শকুনের কঠোর জিম্মায় ।
শকুনি দৃষ্টি এখন সারা ভূখণ্ড জুড়ে ।