কত দিন হয়েছে পার,
যুগান্ত গেছে কেটে;
কত স্মৃতি রয়েছে লুকানো,
মনে ও ঠোঁটে I
ময়ূরপঙ্খী নৌকা আছে
নদীর জলেতেই,
যাত্রী আছে, মাঝি আছে;
তোমার ছায়া নেই I
শ্রাবণের বৃষ্টি হয়ে
ঝরে পড়ো এই বুকে,
সিক্ত করো যা আছে
দুচোখের সিন্দুকে I
বইয়ের পাতায় লুকানো গোলাপে
ধূসর হয়েছে মাধুরী,
স্মৃতির পাতায় এখনও রঙীন
সেই গোলাপের পরী I