কালনগর হইতে প্রেমনগর ফিরিবার পথে,
প্রেমরাজ ও চন্দ্র ছিলেন সেনা প্রহরাতে।
সহসা ধননন্দের গুপ্ত সেনাগণ ,
আড়াল হইতে তাহাদের করিলো আক্রমণ।
কালনগরের আক্রমণ সহসা আতর্কিত,
প্রেমনগর সেনাদের করিলো নিহত।
চন্দ্র ভাবিলেন সেথা ইন্দ্র থাকিলে পরে,
শত্রু দমন করিয়া ফিরিতেন প্রেমনগরে।
কিছুখন পরে আশা মিলিলো না,
দেবীকে রক্ষা করিতে ইন্দ্র আসিলো না।
তখন ধননন্দের সেনা কালনগর পানে,
প্রেমরাজ ও চন্দ্রকে নিয়া চলিলো গুপ্ত স্থানে ।
তখন সেথা গগণ মাঝে মেঘ ছাহিলো,
ভুবন মাঝে প্রবল তরে বৃষ্টি নামিলো।
সহসা পথে থামিলো ধননন্দের সেনাসার,
দেখিলো পথ মাঝে গাঁথা এক রাজ তলোয়ার।
ধননন্দের সেনা বুঝিলো শত্রু আছে কাছে,
দেবী বুঝিলেন রক্ষা করিতে ইন্দ্র আসিয়াছে।