কালনগরে আয়োজিত নৃত্যানুষ্ঠানে
নৃত্য গীতি হইতেছিলো উত্তম মানে।
প্রেমরাজ ও চন্দ্র ছিলেন সভায় আমন্ত্রিত,
জানিতেন না সে সভা ষড়যন্ত্রিত।
ধননন্দ কন্যা উমারানী;
এক সখী হইতে জানিলেন ষড়যন্ত্রখানি।
ইন্দ্রকে জানাইতে তাহা চুপিসারে
খবর প্রেরণ করিলেন শক্তিনগরে।
ধননন্দঃ সভায় আয়োজন কেমন প্রেমরাজ?
কেমন হইতেছে সভার নৃত্যগীতি সাজ?
প্রেমরাজঃ উত্তম হইয়াছে সভার আয়োজন,
আনন্দ বৃষ্টি হইতেছে সর্বখন।
ধননন্দের চিন্তায় ছিল চক্রান্ত সারাখন,
প্রেমনগরের পথে প্রেমরাজ হইবে অপহরণ।
কালনগরে নৃত্যসভা শেষ হতে ,
সেনা প্রহরায় প্রেমরাজ ও চন্দ্র চলিলেন প্রেমনগর পথে।
অপরদিকে ধননন্দের গুপ্তসেনাগণ
পথের মাঝে লুকিয়া করিবে অপহরণ।