বিচিত্র এ পৃথিবী;
এখানে কেউ কাশে বুকের জবালা নিয়ে,
কেউ কাশে হাস্যফোয়ারা দিয়ে
কেউ বা খাবার গিলে, আবার
কেউ কাশে ঠান্ডা লেগে বারবার।
তা হলে কাশির মানে
বুঝবে কি পৃথিবী বা
সকল বুদ্ধিজীবি?
তবে কি ,
কাশি দেখে বলবো ক্যানসার?
নাকি তা জবরের রোগ,
ওষুধের দরকার।
কিংবা খাবার গলায় গেছে আটকে?
জল খাও বারবার!
বিচিত্র এ দুনিয়ার শব্দ ;তাই
একটি অভিধানের দরকার।
………………