মনের পাতায় সর্বদা
থাকে দুটি ভাগ;
একটি হল শান্ত,
অপরটি রাগ।
মন যখন শান্ত
বর্ষা বারি ঝরে;
রাগ হলে মন
আগুন হয়ে পরে।
শান্ত হলে মনটা যেন
সরবতের মত ,
রাগ হলে মনে লাগে
চায়ের তাপ যত।
শান্ত-রাগ মিলে মিশে
যেন করে রণ;
সরল যেমন ,গরল তেমন
এটি হল মন।
…………