বহু যুগ হয়েছে অতিক্রান্ত;
প্রাগৈতিহাসিক থেকে ঐতিহাসিক,
ঐতিহাসিক থেকে আধুনিক,
সমাজ বিবর্তিত অবিশ্রান্ত।
বদলেছে কাল
তীর - ধনুক
হারিয়ে
এসেছে বন্দুক।
স্লেট - চক
সরিয়ে
এসেছে ল্যাপটপ ।
চিঠি -কলম
উরিয়ে
এসেছে ফোন ।
বদলেছে
গতিবিধি শিল্পকলা,
সমাজ - মানুষজন ।
বদলেছে গ্রাম-শহর ,
বদলেছে রাজনীতির ভাষা;
বদলায়নি সেটি ,
শুধু ভালোবাসা।
        …………