দিগন্ত বিস্তৃত হাওয়া মাঝে
লেখাছিলো রাজকাহিনী;
আজ অতিক্রান্ত  
অনেক বছর।
প্রেমপত্রবাহী আমাদের পায়রাগুলি
আজ হয়ে গেছে কাহিনী ।
কাহিনী হয়েছে পানিপথের যুদ্ধগুলি  
আর সেনাবাহিনী।
আমগাছের গায়ে আঁকা
আমাদের নাম ,
তাও হয়েছে কাহিনী।
তোমাকে রঙ্গ করে বলা শায়রিগুলিও
বয়ে গেছে কাহিনী হয়ে ।  
শুধু যমুনা পারে
শান্ত -শীতল-নিবীড় -কোমল
হাওয়া মাঝে,
বাগানে মিষ্টি হাসছে
গোলাপ বাহিনী ।
তাই তো তাজমহল মাঝে
আছি বেঁচে,
হইনি কখনও কাহিনী।
         ………