নীহারিকা শুনতে পাচ্ছো
মহাকাশের নীরবতাভেদী
কান্নার দীর্ঘশবাস?
আদিম গুহায় ঘুরন্ত
কান্নার প্রতিধবনি বা
মহাসাগরের অন্তিমে ডুবন্ত
কান্নার স্পন্দন?
বেহিসাবী ধবনিগুলি
যেদিন সাজাবে,
সেদিন মহাকাশ আলোকিত হবে
উল্কাতে ,
আদিম গুহা প্রজ্জবলিত হবে
গুহাচিত্রে ; আর
মহাসাগরতল সজ্জিত হবে
মুক্তাদলে । কারণ
বেহিসাবী ধবনি সমূহের যোগফলে
শুনতে পাবে তোমাকে,
তোমার ঋদস্পন্দনকে ।  
         …………