শ্রাবন মেঘের ছন্দমধুর
আকুল বৃষ্টি মাঝে,
নদীতীর জুড়ে জলনূপুরে
নৃত্য ধবনি বাজে।
গুরু গুরু গুরু ছন্দতালে
বজ্র ডংকা সাথে ,
শীতল মধুর সুরের তানে
পবন বংশী মাতে ।
বৃক্ষ সকল ছন্দ চিত্তে
পত্র তালি ভাঁজে।
বন-প্রান্তর,নদীকূল জুড়ে
বর্ষা লহরী সাজে।
……………