রাত জাগতে বাধ্য করেছে এ নিষ্ঠুর পৃথিবী আমায়,
সেই নিষ্ঠুরতায় তুই কি ছিলি না কোথাও?
কতকাল ধরে অনুভুতিগুলো ভাষ্য হয়ে হেনেছে আঘাত-
মস্তিষ্কের ভেতরে ঘুরে ফিরে হয়েছে উধাও
কবিতার খাতা তুলে রেখেছিলাম নিজেকে শাস্তি দিতে
দিনের পর দিন করেছি ভাবনার অপচয়
তখনিই তোর উদয় হয় কল্পনায় দেবী রুপে আমায়-
করতে প্রস্তুত জীবন যুদ্ধে বেঁচে থাকার অভিনয়
সময় থেমে থাকে না, প্রতি মুহূর্তে বয়ে যায় নিরবধি
আমি আটকে থাকি তোর ধুম্রজালে
চলন্ত পৃথিবীতে স্থির আমি হারিয়ে যাই নিকশ কালোয়,
তুই বিচ্ছিন্ন আলোকবর্ষের আড়ালে
মৃত্যুর পর যদি অমরত্ব আসে, সেটাই কি তবে শ্রেয় নয়?
যদি আর না থাকতে হয় তোর পথ চেয়ে!
অভিশপ্ত জীবনে প্রতিদিন মৃত্য আসে যদি স্বতঃস্ফূর্ত
সৃষ্টিকর্তার কাছে মৃত্য নিলাম চেয়ে