একা থাকাই ভালো, কি বলিস তোরা?
এখন আমি যেমন আছি অন্ধকারে ভরা
তোরা তো দিব্যি একসাথে আছিস, ঘুরছিস ফিরছিস...
সারাদিন মজা করে রাতে বাড়ি ফিরে ঘুমোচ্ছিস
তবে আমায় শুধু কেনো রাখিস একা ফেলে?
সবার সাথে কথা বলে চুপ শুধু আমার কাছে এলে!
নিরবতার অর্থ কি শুধু আমাকেই বুঝে নিতে হবে?
আমার হাত ধরে হেটেছিলি আর হেসেছিলি সেই কবে!
একটার পর একটা মিথ্যে সাজিয়ে নিজেকে করলি পর
আর আমার জন্য রেখে দিলি ঘৃণা জনমভর
আমাকে তোরা সবাই এড়িয়ে চলিস, আমার অগোচরেই সব কথা
ঠিক কেনো বলতো? আর কত আমি জমাবো ব্যাথা?
নিজেকে তাই বলে বেড়াই ঘূর্ণিঝড় আর দূর আকাশের তারা
কখনো আবার কাহিনী গড়ি কল্পনায়, ভাবনা পাগলপারা।