বঙ্গের রানী আর ভারতের রাজা
দুজনায় মিলেমিশে পালিবে প্রজা.
মন প্রাণ এক হবে হবেই মিলন
দিনে দিনে বাড়িবে প্রজা জনগণ.
দামোদরে শোভা পায় ছোট ঘাস ফুল
দিদিমণি র কেশমূলে শোভে পদ্ম ফুল.
বঙ্গভূমি ভারতের রাজধানী হবে
রঙ্গরসে সাজিবে বঙ্গবাসী সবে.
বাংলা শিখিবে সবে রাজভাষা বলে
এত আলো এত আশা রাখিয়ো সকলে.
----
মমতা আর নরেন
প্রজাগন মরেন