আমি জীবন
বিনা মরন
স্মরণে আছে?
তিনে আমি
একে ভূমি
ভূগোলে রাজে.
কোথাও সাগরে
অথবা ভাগাড়ে
আমার দেখা.
কখনো নদী
সপ্তপদী
আমার ই লেখা.
পুজার আসনে
অথবা ভাসানে
আমিই কাজী.
রাঁধনে শোধনে
পিপাসা পূরনে
আমিই সাজি।
তবুও মানবে
মিলি দানবে
ফেলিলে পাঁকে,
বর্জ্য ফেলি
গর্জ(ন) করি
দূষণ ডাকে.