হাতে হাতে হাতাহাতি
   মতের অমিল।
গালে গালে গালাগালি
  শব্দের কিল।

কানে কানে কানাকানি
  আরো কিছু বাকি
মনে মানে অভিমানী
  রয়ে গেল ফাঁকি ।

মুখে মুখে মুখোমুখি
  বহুদিন পরে
চোখে চোখে চোখাচোখি
   তোমারই তরে ।

পায়ে পায়ে দলাদলি
  হয়ে বেসামাল
কোলে কোলে কোলাকুলি
খুশি তে কামাল ।

পিঠে পিঠে পিঠেপিঠি
   চুলোচুলি চলে ।
তালে তালে হাততালি
  তালু তালু মিলে ।

মাথায় মাথায় মাথাপিছু
  চাল গম হবে
নাকে নাকে ন্যাকামি তে
  নাজেহাল সবে।

নামে নামে পাতাপাতি
    এস করি খেলা
সবে মিলে মাতামাতি
  করি এই বেলা ।।